অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড নুনাছড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় ২০জন যাত্রী আহত হয়। বাসের যাত্রী বাবু খলিফা জানায়, আজ শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইটের ট্রাককে ধাক্কা দেয় পরে একটি কারকে চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠতে চেষ্টা করে। এর পর বাসের ড্রাইভার লাফ দিয়ে বাস থেকে নেমে পড়ার পর বাসটি খাদে পড়ে যায়।

এসময় শিশুসহ ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থাল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে প্রেরন করে।

বাসটি চট্টগ্রাম থেকে ফিরোজপুরে যাচ্ছিল।

সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি হওয়া ১৩ জন হলেন, পিরোজপুরের তামিনা (৩০), তানহা (২০), জয়নাল (৩৮), আকলিমা (২৮), রিয়া (১৩),বাবুল (৫০), আয়ুব আলী ৩০),শাহজাহান (৪৮), নুরজাহান (৬০), মরিয়ম (৪৮), সজিব (১২), হনুফা (৫৫), জয়নুল রহমান। (৭২)।

এদের মধ্যে ৭ জনকে আশঙ্ক জনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানে হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।