অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফের রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিঃ ১০ জনের লাশ উদ্ধার

0
.

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ নিহত ১০ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। নিখোঁজ রয়েছেন আরো অনেক। উদ্ধার হওয়া রোহিঙ্গা নাগরিকদের তথ্যমতে নিখোঁজ রয়েছে আরো ১৫-২০ জন।

গতকাল রবিবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে নাফ নদের মোহনার গোলাপচর পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

এ সময় সাঁতরে ২১ জন তীরে উঠলেও ১০ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও স্থানীয়রা। মৃত আট জনের মধ্যে ৪জন নারী ও ৬ জন শিশু। গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত ২৬টি নৌকাডুবির ঘটনায় ১শ ৫৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন চৌধুরী আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

এই দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন ২১ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধারে সহায়তা করেছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।