অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালী পৌরসভার ৩৪কোটি ৪৩লাখ টাকার বাজেট পেশ

2

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

জেলার বোয়ালখালী পৌরসভার আওতাধীন এলাকার উন্নয়নে বিভিন্ন খাতে ২০১৭-১৮ অর্থবছরের ৩৪ কোটি ৪৩লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবু।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।

কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু’র সঞ্চলনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যাস ওবায়দুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো: মঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশ, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক আবুল ফজল বাবুল, অধীর বড়ুয়া, পৌর প্যানেল মেয়র মুজিবুর রহমান মুজিব, শাহজাদা এস এম মিজানুর রহমান, জোবাইদা বেগম, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, সোলায়মান বাবুল, আরিফ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক, শামীম আরা বেগম, রেহেনা আকতার পারভীন, পৌর সচিব মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি পিংকু কর, শিক্ষক নজির আহমদ ও আ.লীগ নেতা ইউছুপ মাষ্টার।