অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নেতাদের তদবিরে গুলিবর্ষণকারী লীগ নেতা মঞ্জুকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ

1
.

মধ্যরাতে মধ্যপ অবস্থায় নিজ দলের নেতাকে গুলি করে আটক হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। ২০ ঘণ্টা থানায় আটক রাখার পর আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে রবিবার রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে পুলিশ বলেছে দুপক্ষের মধ্যে আপোষ মিমাংসা হওয়ার কারণে পরিবহন নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দেয়া

এর আগে শনিবার রাত ১টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের ভিতর কথা কাটাকাটির জের ধরে মধ্যপ অবস্থায় জয়নল আবেদিন নামে এক যুবলীগ নেতার পায়ে গুলি করে মঞ্জুরুল। এরপরই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায়  রবিবার দুপুরে জয়নাল আবেদিনের ভাই চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর মামলার এজাহার থানায় জমা দেন। তবে সেটি পুলিশ মামলা হিসেবে রেকর্ড না করে রেখে দেয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন পর্যায় থেকে মঞ্জুরুলকে ছাড়ানোর তদবির শুরু করে।

এবিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো.জসিম উদ্দিন বলেন, দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। বাদি মামলার এজাহার প্রত্যাহার করে নিয়েছেন। রাত ৯টার দিকে মঞ্জুরুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

১ টি মন্তব্য
  1. RJ Raaj বলেছেন

    This is Hambalig. Era koely 7 khon maff