অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চেক প্রতারণার মামলায় ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ড

3
.

বেসরকারী ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জুবলী শাখার দায়েরকৃত চেক প্রতারণা মামলায় আদালত এক ব্যবসাহীকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে উল্লেখিত টাকার দ্বিগুণ টাকা অর্থাৎ ৫৪ লক্ষ টাকা অর্থ দন্ডে দণ্ডিত করেছেন। বৃহস্পতিবার

চট্টগ্রাম যুগ্ন মহানগর দায়রা জজ ৭ম ফারহানা ফেরদৌস এর আদালত এর রায় দেন।

মামলার দন্ডপ্রাপ্ত পলাতক আসামীর নাম মোঃ নাসির আহমেদ, পিতা বশির আহমেদ, মাতা- জোবাইদা খাতুন, বর্তমান ঠিকানা- ১/২ কালা মার্কেট, তামাকুন্ডি লেইন, থানা- কোতোয়ালী ৩১ নং আলকরণ ওয়ার্ড চট্টগ্রাম এবং স্থায়ী ঠিকানা- পাদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, প্রোপাইটর ইলেক্ট্রো কেয়ার।

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান পাঠক ডট নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানাগেছে- দণ্ডিত আসামী নাসির আহমেদ বাদীর ব্যাংকের থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণ করে খেলাপী হন। পাওনা টাকা আদায়ের জন্য প্রদত্ত ২৭ লক্ষ টাকার চেক অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হলে এন.আই. এক্টের বিধান মতে বাদী ব্যাংকের অফিসার মোঃ হারুন উর রশিদ আদালতে মামলাটি দায়ের করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী এম মিলাদুল আমীন (মিলাদ) (এ.পি.পি)।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, এডভোকেট মোঃ শরীফ উদ্দিন, এ. এইচ,. এম. জসীম উদ্দিন প্রমুখ।

৩ মন্তব্য
  1. Shamsuddin Samsu বলেছেন

    ব্যবসায়ীর !

  2. Md Shafiul বলেছেন

    vre good