অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান লাঞ্চিত

1
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়কে অনিয়মের মাধ্যমে সংস্কার কাজ চলছে। এ অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানীকে লাঞ্চিত করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানে লোকজন।

আজ বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০দিকে উপজেলার কধুরখীল নাপিতের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী জানান, কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সড়কের জমে থাকা কাদা পানি ও মাঠি না সরিয়ে তাতে বিটুমিন দিয়ে সংস্কার কাজ করছিলো। এ অনিয়ম দেখতে পেয়ে এলাকাবাসী সকালে উপজেলা পরিষদে আসার পথে বিষয়টি জানায়। এসময় এর প্রতিবাদ জানালে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বরত মো. সাইফুল (৩২) নামের এক যুবকসহ অজ্ঞাত কয়েকজন মিলে অশ্লীলভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করে।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক হোসেন জানান, কধুরখীল-চৌধুরী হাট ডিসি সড়ক সংস্কারে মের্সাস জুলধা ব্রিকস মেনুফ্যাকচারীং নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এককোটি একলক্ষ টাকায় কাজ পায়। সড়ক সংস্কারে অনিয়ম হলে অবশ্য ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. ফোরকান জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে প্রতিষ্ঠানের অংশীদার সাইফু’র ভুল বুঝাবুঝি হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি। এর আগেও চেয়ারম্যান সাহেব সংস্কার কাজের দায়িত্বরত শ্রমিকদের মারধর করেছেন। তবে ইউএনও মহোদয়ের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। তবে সাইফুল বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়।

১ টি মন্তব্য
  1. Muhammad Shahjahan বলেছেন

    ভালো মানুষের কদর নেই সমাজে