অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে মা-ছেলে খুনের প্রধান আসামী জনি গোপালগঞ্জে গ্রেফতার

0
.

রাজধানীর কাকরাইলে বাসায় ঢুকে মা-ছেলেকে হত্যার প্রধান আসামি আল আমীন ওরফে জনিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার সকালে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বুধবার কাকরাইলের ৮৯/১ নম্বর বাসার পাঁচতলায় ঢুকে ব্যবসায়ী শেখ মো. আব্দুল করিমের স্ত্রী শামসুন্নাহার করিম (৪৫) ও তাদের ও-লেভেল পড়ুয়া ছেলে সাজ্জাদুল ইসলাম শাওনকে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনায় পুলিশ আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমীন আক্তার মুক্তাকে গ্রেপ্তার করে ছয়দিনের রিমান্ডে নেয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আল আমীন ওরফে জনি মুক্তার ছোটভাই। ছয়মাস আগে রাঙামাটির একটি বাগানবাড়িতে আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী মুক্তা এই হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী মুক্তার ছোটভাই জনি ঘটনার দিন সন্ধ্যায় বাসায় ঢুকে শামসুন্নাহার করিমকে গলাকেটে হত্যা করে। ওই সময় হত্যার দৃশ্য দেখে ফেলায় সাজ্জাদুল ইসলাম শাওনকেও ছুরিকাঘাতে হত্যা করে জনি। এ সময় হাতাহাতিতে জনিও আঘাতপ্রাপ্ত। তার হাতে ক্ষত চিহ্ন রয়েছে।