অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘লাভ দ্য পুয়ার চিলড্রেন’ এর উদ্যোগে এতিম ও পথশিশুদের ঈদ পোষাক বিতরণ

0
IMG_6972
‘লাভ দ্য পুয়ার চিলড্রেন’ এর এতিম ও পথশিশুদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

জাতীয় শিশু সংগঠন ‘লাভ দ্য পুয়ার চিলড্রেন’ এর উদ্যোগে এতিম, ছিন্নমূল ও পথশিশুদের সম্মানে ইফতার মাহফিল ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানা ও হেফজ খানায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি ভিডিও স্কাইপির মাধ্যমে উদ্ভোধন করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।

IMG_6978
তনজিমুল মোছলেমীন এতিমখানা ও হেফজ খানার এতিম শিক্ষার্থী।

প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রধান আলোচক লাভ দ্য পুয়ার চিলড্রেন উপদেষ্টা ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির মহাসচিব নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, দৈনিক পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক হায়দার আলী, লাইফ ষ্টাইল ফ্যাশন ম্যগাজিন “ক্লিক” সম্পাদক জালাল উদ্দীন সাগর, তনজিমুল মোছলেমিন এতিমখানা ও হেফজখানার পরিচালক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দীন হেজাজী, এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো সভাপতি নোমান উল্লাহ বাহার।

বক্তব্য রাখেন, কমার্স কলেজের সাবেক ভিপি আব্দুল আওয়াল চৌধুরী, দিদারুল আলম, মোঃ ফোরকান, শামশুল আলম রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাতে স্কাই ভিডিও মাধ্যমে লন্ডন থেকে ব্রিটিশ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিষ্টার জিল্লুর রহমান ও সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ ও কুয়েত থেকে সংগঠনের কুয়েত প্রতিনিধি মিডিয়া ব্যাক্তিত্ব জাফর আহম্মদ চৌধুরী মোনাজাতে অংশ নেন।

প্রধান অতিথি বক্তব্য বলেন, জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশুরা দারিদ্রতার তীব্র কষাঘাতে জর্জরিত। লাভ দ্য পুয়ার চিলড্রেন অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশের সকল শিশু যাতে পরিপূর্ণ বিশ্বাস ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে এবং উপযুক্ত যত্ম ও নিরাপত্তা লাভ করতে পারে তা সুনিশ্চিত করার জন্য সকলের দায়িত্ব রয়েছে।

আমরা যে যে পেশায় আছি সেই পেশায় থেকে সমাজের মৌলিক অধিকার হারা শিশুদের কল্যাণে কাজ করে যেতে হবে। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

প্রধান আলোচক ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খাঁন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। সকল মানুষের মতো শিশুদের বেঁচে থাকার অধিকার আছে। মৌলিক অধিকার বঞ্চিত শিশুরা আমার আপনার একটু সহানুভুতি একান্ত সাহায্য আন্তরিক সহযোগিতা পেলে এরা সমাজে ফিরে পেতে পারে তাদের বঞ্চিত অধিকার।