অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বারী সিদ্দিকীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

0
.

দেশের বরেণ্য কন্ঠশিল্পী, গীতিকার ও বাঁশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়া মরহুম বারী সিদ্দিকীকে লোকগান ও আধ্যাত্মিক গানের একজন জনপ্রিয় কন্ঠশিল্পী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘একাধারে সংগীত শিল্পী, গীতিকার ও বাঁশীবাদক হিসেবে মরহুম বারী সিদ্দিকী এদেশের কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। দেশের এই বরেণ্য সংগীত সাধক তাঁর অক্লান্ত অধ্যাবসায় দ্বারা দেশের লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জগতকে করেছিলেন সমৃদ্ধ। তাঁর মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুনী শিল্পীকে যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীতে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

বিএনপি চেয়ারপার্সন তার শোকবার্তায় মরহুম কন্ঠশিল্পী বারী সিদ্দিকী এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম কন্ঠশিল্পী বারী সিদ্দিকীকে দেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তী উল্লেখ করে বলেন, ‘সঙ্গীত সাধনায় বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম বারী সিদ্দিকী’র মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুনগ্রাহী, ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’