অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাসেম মাষ্টারের মত কর্মীবান্ধব নেতা বর্তমান রাজনীতিতে বিরল

0

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, আমৃত্য গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন এ বি এম আবুল কাশেম মাস্টার। ত্যাগের জন্য আওয়ামী লীগের রাজনীতিতে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রকৃত গণমানুষের নেতা। তৃণমূল থেকে তিলতিল করে গড়ে উঠা বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত এই  নেতা চির অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। সহজ-সরল জীবন যাপনে অভ্যন্ত কাসেম মাস্টারের মত কর্মীবান্ধব নেতা বর্তমানে রাজনীতিতে বিরল।

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও প্যানেল স্পীকার আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন তিনি।

এ বি এম আবুল কাসেম মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সভাপতি সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠান সঞ্চালনাক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াশিকা আয়েশা খান এমপি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন,
প্যাসিপিক জিন্সের পরিচালক সৈয়দ তানভীর, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক ভবতোষ নাথ, ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য্য ড. ফসিউল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী সভাপতি দেলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম দিপু সুলতান, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম রাশেদুল আলম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সেলিম উদ্দিন, উত্তর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান, মিরশরাই উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক চেয়ারম্যান কামরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান শেখ রেজাউল করিম রাহার, আবুল কালাম, যুগ্ন সম্পাদক চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজী, সালাহউদ্দিন আজিজ, মনির আহমদ, আওয়ামীলীগ নেতা আজম খান, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাজী গোলাম মহিউদ্দিন, ফজলে করিম চৌধুরী নিউটন, আকবর হোসেন রেজভি, রুহুল আমিন, খোরশেদ, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতা সোহেল, সামাদ ও অভিসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুরস্থ মরহুমের নিজ বাড়ির কবরস্থানে পুষ্পতবক অর্পণ, কবর জেয়ারত, কোনআন খতম  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া স্মরণ সভায় কাসেম মাস্টারের জীবনি নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। রাতে মরহুমের বাড়িতে ও সীতাকুণ্ড সদরে মেজবানের অনুষ্ঠিত হয়।