অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আন্তর্জাতিক মিডিয়া জুড়ে গুলশানের জিম্মি হামলা

0
-২
আল জাজিরায় লীড নিউজ।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনা দৃষ্টি কেড়ে নিয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়।

index-৫ঘটনার সরাসরি সম্প্রচার করেছে সিএনএন ও আল জাজিরা। বিবিসি, রয়টার্স, ইন্ডিপেনডেন্টসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করেছে।

index-৩শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে সন্ত্রাসীদের দলটি গুলশান-২ নম্বর এলাকার ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় ঢোকে।

index
সিএনএন প্রকাশিত রিপোর্ট।

এ সময় সেখানে ২০ জনের মতো বিদেশি নাগরিক ছিলেন বলে ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক সুমন রেজা জানিয়েছেন। তাদের কয়েকজন কর্মীও সেখানে আটকা পড়ার কথা জানান তিনি।

রেস্তোরাঁ ঘিরে বিস্ফোরণ-গুলিতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

ঘটনার পর থেকেই রেস্তোরাঁটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোররাতেও সেখানে জিম্মি সংকট চলছে।