অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কঙ্গোতে ১৪ শান্তিরক্ষী সদস্য নিহত

0
.

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৪ জন এবং কঙ্গো বিমান বাহিনীর ৫ জন সদস্য নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, এটি শান্তিরক্ষী বাহিনীর ইতিহাসে সবচেয়ে জঘন্য হামলা। খবর আল জাজিরার।

কঙ্গোতে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সংবাদমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহত শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বেশিরভাগ তানজানিয়ার নাগরিক।

স্থানীয় এক বেতার কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, উভয় পক্ষের সংঘর্ষ চার ঘণ্টা ধরে চলে।

ফারহান হক এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে কঙ্গো সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এরকম অপরাধীদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।

১৯৯৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয়। তারপর থেকে এ পর্যন্ত বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় প্রায় ৩০০ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আল জাজিরা।