অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ৪ নারীকে জয়িতা সম্মাননা, একজনের বর্জন

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার বোয়ালখালীতে রোকেয়া দিবস উপলক্ষ্যে দেয়া সন্মাননা বর্জন করেছেন এক নারী। সন্মাননা দেয়ার ক্ষেত্রে আয়োজকদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সন্মাননা বর্জন করেছেন সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।

আজ শনিবার দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সম্মাননার আয়োজন করে।

তবে অনুষ্ঠানে নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য উপজেলার পাঁচ নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়েছে।

তারা হলেন, আত্মসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় মনোয়ারা বেগম, সফল জননী হিসেবে সুফিয়া বেগম, নারী নির্যাতনের বিভিষিকা মুছে ঘুরে দাঁড়ানো নারী রোকেয়া বেগম, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেবী আকতার।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাংবাদিক আয়েশা ফারজানাকে জয়িতা সম্মাননার জন্য মনোনীত করা হয়। তবে বৈষম্য মূলক আচরণ, প্রকৃত সংগ্রামী নির্যাতিত নারীদের এ সম্মান দেয়া হয়নি দাবি করে তা বর্জন করেছেন সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতার। আফাজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক, ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, অধ্যাপক পূর্বা দাশ, থানার উপ-পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ, শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, দুদক প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আলম।