অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুলশানে হামলাকারী আইএস’র সদস্যদের ছবি প্রকাশ

0

Gulshan-Attacker-ed--রাজধানীর গুলশানের হামলায় জড়িত তরুণের ছবি প্রকাশ করে পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ঢাকার গুলশানে ক্যাফেতে ছবির এই যুবকেরাই হামলা চালিয়েছিল।

শনিবার রাতে সাইটের টুইটার একাউন্টে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আইএস’র দাবি, তাদের হামলায় ২২ জন ‘ক্রুসেডার’ নিহত হয়েছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ তথ্য সাইটকে জানিয়েছে।

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।

Gulshan-Attacker-edপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে হামলাকারী ছয়জন শনিবার সকালে কমান্ডো অভিযানে নিহত এবং আরও একজন ধরা পড়ছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় শুরু হওয়া ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় অভাবনীয় জিম্মি ঘটনার অবসান হয় শনিবার সকাল সাড়ে ৮টায়।

এ ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন। সন্ত্রাসীরা জিম্মি ২০ জন বিদেশি নাগরিককে শুক্রবার রাতেই গলা কেটে হত্যা করে। শনিবার সকালে জিম্মি উদ্ধার অভিযানে ৬ হামলাকারী নিহত হন। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে শুক্রবার ঘটনার শুরুতেই মারা যান ২ পুলিশ কর্মকর্তা।