অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সকালের নাস্তায় মুচমুচে পনীর পরোটা রেসিপি

0

সকালের নাস্তা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি না করে দেখেনিন আমাদের আজকের রেসিপি ও রান্না করে খান এখনি। রইলো রেসিপি।

উপকরণ
ময়দা ৪ কাপ,

ডিম ১টা,

লবণ ২ চা চামচ,

জল প্রয়োজনমতো,

পনিরকুচি ২ কাপ,

দুধ ২ টেবিল চামচ,

চিনি ২ টেবিল চামচ,

ঘি ২ টেবিল চামচ,

তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।

প্রণালি
ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও জল দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর টেনে টেনে বড় পাতলা রুটি বেলতে হবে। পনির মিহি কুচি করে রুটির ওপর ছিটিয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিতে হবে। আবার পনির ছেটাতে হবে।

এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানাতে হবে। এখন ফ্রাইপ্যানে বাদামি করে ভেজে পরিবেশন। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও এই পরোটা বানানো যায়।