অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৭৭০০ ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে ৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। আজ বৃহস্পিতবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ইকবাল রোড পিপি স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর থেকে মোঃ হোছন আহম্মদ (৩৩) এবং ইমাম হোছাইন (২৭) নামক দুই ব্যক্তিকে কে ৫০০ (পাঁচশত) পিস মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালী থানাধীন কোর্টহিল আব্দুর রহমান সড়কে ক্রাউন হোটেল মিষ্টি বিতান নামীয় দোকানের সামনে রাস্তার উপর মোহাম্মদ মনির (৩২) নামক এক যুবককে ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বেলা আড়াইটার দিকে কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডস্থ সিনেমা প্যালেস নামীয় সিনেমা হলের সামনে সূর বশর (৩৫) নামীয় এক যুবককে ২৩০০ (দুই হাজার তিনশত)পিস অবৈধ মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

একই সময়ে হালিশহর থানাধীন ডি.টি রোড (বিশ্বরোড) তাসফিয়া কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে আলমগার এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে মংনু তঞ্চঙ্গা (৪৪) নামক এক ব্যক্তিকে ১৪০০ (এক হাজার চারশত) পিস মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য ননিয়ন্ত্রণে অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ পাঠক ডট নিউজকে বলেন, আসামীর বিরুদ্ধে অবৈধ মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রেখে বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১)এর ৯(খ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।