অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পেকুয়ায় পুলিশ কর্মকর্তার উপর হামলা, কথিত ছাত্রলীগ নেতা আটক

1

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

হামলাকারী ছাত্রলীগ নেতা শওকত ও আহত এসআই বিপুল চন্দ্র রায়

কক্সবাজারের পেকুয়ায় এইচ এম শওকত নামের কথিত ছাত্রলীগ নেতার নেতৃত্বে চিহ্নিত দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কর্মকর্তার গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য হলেন থানার উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র রায়।

শনিবার (১৬ডিসেম্বর) বেলা ১১টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বলেন, কথিত নেতা শওকত পেকুয়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে র‍্যালীর উদ্যোগ নিলে আমরা বাধা দিই। এসময় শওকতের নেতৃত্বে দুষ্কৃতকারীরা হামলার চেষ্টা চালালে জেলা ছাত্রলীগের পরামর্শে আমরা স্থানীয় প্রশাসনে সহযোগিতা চাই। পেকুয়ার থানার ওসির নির্দেশে ঘটনাস্থলে এসআই বিপুল চন্দ্র রায় আসেন। তিনি বিষয়টি সমাধান চেষ্টা করেন। এসময় কথিত ছাত্রলীগ নেতা শওকতের সাথে কথা বলতে গেলেই তার নেতৃত্বে পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় দুর্বৃত্তরা।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর বলেন, উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে উত্তেজিত হয়ে পড়ে শওকত ও তার অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এসে হামলার শিকার হয়। কথিত ছাত্রলীগ নেতা শওকত, তিতুমির, হানিফ, তারেক, ফারুক ও সাজিম এ হামলার নেতৃত্ব দেয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পুলিশের উপর হামলার মূলহোতা শওকতকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চালানো হচ্ছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।