অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভৌগলিক স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মুক্তি হয়নি

0
.

স্বাধীনতা সংগ্রামে বিজয়ী জাতিকে আওয়ামী সরকারের গণতন্ত্রহীন শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে-আবু সুফিয়ান।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার নগরীর বহদ্দারহাট এলাকায় হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ র‌্যালীতে নেতাকমীরা রং বেরং এর ব্যানার, পেষ্টুন, প্লেকার্ডে নানান শ্লোগান ধারণ করে সুশৃংখল র‌্যালীটি বহদ্দার হাট চত্বর থেকে শুরু হয়ে চাঁন্দগাও, বহদ্দার ঘাট বাস ষ্টেশন, চাঁদগাও পুরাতন থানা, শরাফাত উল্লাহ পেট্টোল পাম্প, পাঠনিয়াগোদা, মুন্সিপুকুর পাড়, সিএন্ডবি, কামাল বাজার হয়ে কালুরঘাট গিয়ে শেষ হয়।

র‌্যালীপূর্বক অনুষ্ঠিত সমাবেশে আবু সুফিয়ান বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ‘ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা’ হলেও আইনের শাসন তথা ন্যায়বিচার হতে এদেশের জনগণ আজ সম্পূর্ণভাবে বঞ্চিত।

আইন, বিচার ও শাসন বিভাগের নিজস্ব কোন স্বাধীনতা নেই, সর্বক্ষেত্রে আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপ স্বাধীনতার মূল চেতনাকে পদদলিত করছে।

.

স্বাধীনতার মূল প্রেরণা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তভাবে বাঁচার অধিকার অর্জন। অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত নিজেদের স্বাধীন ভূখণ্ডে, জনগণের বাক-স্বাধীনতা, মুক্তচিন্তার অধিকার, ভোটাধিকার ও জনজীবনের কোন নিরাপত্তা নাই। ভৌগলিক স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি ও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘স্বাধীনতা’ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর শাসনব্যবস্থার নিকট ম্লান হয়ে গেছে।

দেশের প্রশাসনিক সর্বস্তরে চলছে সীমাহীন দূর্নীতি। সরকারের উচ্চ-নিম্ন সকল স্তরে দূর্নীতি এমনভাবে গেড়ে বসেছে যা দেশের সার্বিক উন্নয়নের প্রধান অন্তরায়।সরকারের ডিজিটাল দূর্বৃত্তায়নের মহাপ্লাবনে দেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছে।তাই স্বাধীনতা সংগ্রামে বিজয়ী এই জাতিকে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামীসরকারের গণতন্ত্রহীন শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।স্বাধীনতার ঘোষক ও বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লুন্ঠিত গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

৪নং চান্দগাঁও ৫নং মোহরা ও ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ র্যা লীতে যোগ দিতে সকাল থেকে ব্যানার নিয়ে মাইকে দেশাত্মবোধ গান বাজিয়ে নেতাকর্মীরা বহদ্দার হাট চত্বর জড়ো হতে থাকেন।

মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিমউদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ বকতেয়ার,সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, মহানগর ওলামা দলের সাধারন সম্পাদক কাজী হান্নান জিলানী, নগর বিএনপির সদস্য মঞ্জুর আলম মনজু, তৌহিদুল ইসলাম, শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর কোম্পানি, পূর্বষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন ভুইয়া, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, শুলকবহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান ওসমান,পূর্বষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আইয়ুব, মহানগর তাঁতীদলের আহবায়ক আফিল উদ্দিন আহমেদ, মহানগর যুবদল নেতা ম. হামিদ, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম, মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম হীরামন প্রমুখ।