অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পদদলনে নিহতের ঘটনায় মামলা, রীমার কার্যক্রম বন্ধ

5
.

চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষ্যে আয়োজিত মেজবান খেতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার থানায় নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থল রীমা কনভেনশন সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে আজ মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির সব কাজ বন্ধ রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতকালের দুর্ঘটনার ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে রীমা কনভেনশন সেন্টারে সব কাজ আবাপতে বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য চট্টগ্রামের জনপ্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী গত ১৪ ডিসেম্বর নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার জেয়াফত উপলক্ষে সোমবার দুপুরে নগরীর আসকার দীঘিরপাড়ে রীমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহত হন। আহত অন্তত অর্ধশত মানুষ।

৫ মন্তব্য
  1. Alamgir Noor Chittagong বলেছেন

    গুড ডিসিশন। ধন্যবাদ মামলার বাদিকে তার নিহত ভাইদের অধিকার আদায়ে সাহসিকতা নিয়ে এগিয়ে আসার জন্য

  2. Paathok.News বলেছেন

    এ মামলা ইউডি মামলা। কারো বিরুদ্ধে নয়। জাস্ট নিয়ম রক্ষার মামলা।

  3. Shahed Akboer বলেছেন

    রিমার কি দোষ উদোর পিন্ডি ভুদোড় গাড়ে আয়োজক ও দায়িত্ব প্রাপ্তরা তুলশীপাতা

  4. জিয়া চৌধুরী বলেছেন

    রীমা কতৃর্পক্ষের দোষ কী? উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো

  5. হৃদয়ের দেশ মাটি মানুষ বলেছেন

    দোষ প্রাকৃতির