অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চিটাগাং চেম্বারে “এক্সপোর্ট, ইমপোর্ট এন্ড ইন্ডেন্টিং প্রসিজিউর” শীর্ষক কর্মশালা সম্পন্ন

0
.

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে “এক্সপোর্ট, ইমপোর্ট এন্ড ইন্ডেন্টিং প্রসিজিউর” এর উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

এই কর্মশালায় এক্সপোর্ট, ইমপোর্ট ডকুমেন্টেশন, পলিসি, এইচ.এস. কোড, রোল অব ব্যাংকস্, এলসি, কাস্টম এ্যাক্ট, এসেসমেন্ট, প্রসিডিউর ইত্যাদি বিষয়ের উপর আলোচনা হয়। বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, স্টেকহোল্ডার, পদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ এই কোর্সে অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে ২০ ডিসেম্বর চেম্বার হাউসের নলেজ সেন্টারে সনদপত্র বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক, উপ-সচিব মোহাম্মদ আলী আজগর, সহকারী সচিব ও প্রশিক্ষণ সমন্বয়কারী উত্তম কুমার দাশ, সহকারী সচিব বাবর রায়হান এবং প্রশিক্ষক সঞ্জয় কুমার ঘোষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী জানুয়ারী-২০১৮ সালে সাপ্লাই চেইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।