অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আন্তর্জাতিক কেরাত সন্মেলন অনুষ্ঠিত

1
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা ফকির হাটস্থ হযরত পন্থিশাহ (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক কেরাত সন্মেলন সংস্থারর আয়োজনে এবং হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত সন্মেলন এবং হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) সকাল থেকে হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্স এর ছাত্রদের কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাদ মাগরিবের পর থেকে শুরু হয় দেশী-বিদেশী ক্বারীদের অংশ গ্রহণে কেরাত সন্মেলন। উক্ত কেরাত সন্মেলনে দুর-দুরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ।

সন্মেলনে দেশ- বিদেশের ১০ জন ক্বারী উপস্হিত ছিলেন।

উক্ত কেরাত সন্মেলনে আফগানিস্তানের ক্বারী শায়খ আবদুল কবির হায়দারী, ভারতের হায়দ্রাবাদের ক্বারী মোহাম্মদ ইউনুছ আলী খান, ক্বারী আবদুর রউফ, মিশরের ক্বারী শায়খ আবদুল নাছির হারক, ক্বারী শায়খ রাফাত হোসাইন আলী ইউছুফ, ইরানের ক্বারী শায়খ হামেদ নেজাদ, ইন্দোনেশিয়ার ক্বারী শায়খ মুমিন আইনুল মোবারক, তানজিনিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব,বাংলাদেশের ক্বারী সাঈদুল ইসলাম আসাদ এবং ক্বারী আনোয়ার হোসাইন।

উক্ত কেরাত সন্মেলনে বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

১ টি মন্তব্য
  1. abu yousuf hejaji বলেছেন

    সীতাকুন্ডে এরকম একটি প্রোগ্রামের যারা উদোক্তা তাদেরকে আন্তরিক ধন্যবাদ।