অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল-মেয়র নাছির

1
.

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার পূর্ণতা পেয়েছিলো। তিনি অতিদ্রুত সময়ে জাতিকে সংবিধান উপহার দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্রের রূপকল্প প্রদান করেন।

মেয়র নাছির ১০ জানুয়ারী বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন-১৬ ডিসেম্বর দেশ হানাদার মুক্ত হলেও হাহাকার ছিল বঙ্গবন্ধু কখন মৃত্যুকূপ থেকে ফিরে আসলেন তখন ইন্দিরাগান্ধিকে বলেছিলেন, আমার মুক্ত স্বাধীন দেশ থেকে মিত্র বাহিনীর অংশীদার ভারতীয় সেনাবাহিনীদের কখন ফিরিয়ে নিবেন প্রশ্নোত্তরে তিনি বলেন, আপনার শুভ জন্মদিনেই ভারতীয় সেনাবাহিনীকে আমি প্রত্যাহার করে নেবো। তিনি এও বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সহযোগিতা করে যাবো। বঙ্গবন্ধু এই আশ্বাস পেয়ে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিকে প্রতিষ্ঠিত করার প্রেরণা খোঁজে পান।

সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতি উৎকণ্ঠিত ছিল বঙ্গবন্ধু স্ব-শরীরে তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশে ফিরবেন কিনা। তাই এই দিনটি আমাদের স্বপ্নের দিন। এই দিনটিতে আমরা শপথ নিচ্ছি আগামী সাধারণ নির্বাচনে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীকে উপহার দেবো।

সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ প্রচার সম্পাদক মো: শহিদুল আলম, নির্বাহী কমিটির সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর।

এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশিদ, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, অর্থ সম্পাদক সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কৃষি সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ, মহিলা সম্পাদিকা জোবায়রা নার্গিস খান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য এম.এ. জাফর, মো: নুরুল আলম, কামরুল হাসান বুলু, গাজী শফিউল আজিম, নুরুল আমিন শান্তি, বখতিয়ার উদ্দিন খান, আবদুল লতিফ টিপু, নেছার উদ্দিন আহমেদ, জাফর আলম চৌধুরী, মোরশেদ আকতার চৌধুরী, হাজী বেলাল আহমদসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই দিবসটি পালনোপলক্ষে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে আজ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

১ টি মন্তব্য
  1. Jashim Uddin বলেছেন

    শেখ মুজিব যে পাক বন্ধু ছিল, তা নওয়াজ শরিফের কথাই পুনরায় প্রমাণিত হল।