অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে

0
.

কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইউএনবিকে জানিয়েছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চার পরিচালককে নোটিশ দেয়া হয়েছিল।

তবে পরিচালক আবুল হাশেম দুদক কার্যালয়ে আসেননি। হাজির হওয়া অপর তিন পরিচালক আবুল কাশেম, আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের পরিচালক ইকবাল হোসেন।

দুদক সূত্র জানায়, আবুল খায়ের গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে তদন্ত চালাতে গত বছরের ১৮ আগস্ট সাধারণ বৈঠকে সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের পরিচালক ইকবাল হোসেনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। মহাপরিচালক (বিশেষ তদন্ত) পান তদারকির দায়িত্ব।