অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাম্মী আক্তারের মৃত্যুতে খালেদা জিয়া শোক

0
.

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এদেশের খ্যাতনামা নারী সংগীতশিল্পীদের মধ্যে শাম্মী আক্তার ছিলেন অন্যতম। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে শাম্মী আক্তার এর গাওয়া প্রতিটি গান এদেশের সংগীতপ্রেমী মানুষকে যেভাবে নাড়া দিয়েছিল তা অতুলনীয়। তাঁর মৃত্যু সঙ্গীতপ্রিয় মানুষের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনার। তাঁর মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুণী শিল্পীকে যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীতশিল্পী হিসেবে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

বিএনপি চেয়ারপারসন শাম্মী আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সংগীত জগত, বিশেষ করে ছায়াছবিতে গান গেয়ে সংগীতপ্রিয় মানুষের কাছে শাম্মী আক্তার হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয়। কিংবদন্তি এই শিল্পীর মধুর কণ্ঠের প্রতিটি গানের সুরমূর্ছনা সংগীতপ্রেমীদের আবেগাপ্লুত করেছে।’