অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘এমপির দুঃখ প্রকাশ: ক্ষমা চাইলেন ভাই’

0
police-b20160214043718
ছবি : প্রতিকী

চট্টগ্রামে পটিয়াতে পুলিশ অফিসারকে মারধরের ঘটনায় ছোট ভাইয়ের হয়ে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১২ সংসদীয় আসনের সরকার দলীয় এমপি সামশুল হক চৌধুরী। শুধু তা নয় শনিবার রাত ৯টায় পটিয়া থানায় উপস্থিত হয়ে এমপির ভাই মুজিবুল হক চৌধুরী ওরফে নবাব হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক মোঃ জাকিরের কাছে ক্ষমাও চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী, হাইওয়ে পুলিশের ওসি (দোহাজারী) বিমল কর্ম্মকার, পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) জিল্লুর রহিম, এমপির ছোট ভাই নবাব।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, হাইওয়ে পুলিশকে মারধরে ঘটনায়  থানায় কোন পক্ষ অভিযোগ করেনি। এ ব্যাপারে আমি বিস্তারিত জানি না। তবে দুপক্ষ অপোষ করেছে শুনেছি।

জানাগেছে, দীর্ঘ আলোচনার পর ক্ষমা চাওয়ায় পুলিশ পেটানো মামলা থেকে এমপির ভাই রেহাই পেয়েছন। ঘটনার দিন রাতে (শুক্রবার) এমপি সামশুল হক চৌধুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ জিল্লুর রহিমের কাছে মোবাইল ফোনে দুঃখ প্রকাশ করেন।

এদিকে, পুলিশ অফিসারকে পেটানো ও ইউনির্ফমের কলার চেপে টানাহেঁচড়া করায় পুলিশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এমপির দুঃখ প্রকাশ ও ছোট ভাইয়ের ক্ষমা ভিক্ষার বিষয়টি নিশ্চিত করে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ জিল্লুর রহিম বলেন, ঘটনার জন্য এমপি স্যার দুঃখ প্রকাশ করেছেন।

তাছাড়া ওনার ছোট ভাই ক্ষমা চেয়েছেন। এজন্য আমরা মামলার দিকে এগুচ্ছিনা। তবে ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনা ঘটলে কাউকে রেহাই দেওয়া হবে না।

উল্লেখ্য, ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় যানজটে পড়েন স্থানীয় সংসদ সদস্যের ভাই নবাব। এসময় দায়িত্বরত হাইওয়ে পুলিশের এএসআই মোঃ জাকিরকে বিনা কারণে এমপির ভাই দুই দফায় মারধর করেন।