অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহানগর ও উত্তর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জিয়ার জন্মবার্ষিকী পালিত

0
.

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে নানান আয়োজনে। আজ শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল থেকে মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সংগঠন আলোচনা সভা, কোরআনখানী, দোয়া মাহফিল, গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে জিয়ার জন্মবার্ষিকী পালন করছে দলের নেতা কর্মী ও সমর্থকরা।

মহানগর বিএনপিঃ
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাই মুক্তিকামী জনতা উজ্জ্বীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে পরাধীনতার শৃংখল থেকে এ দেশের মানুষ মুক্তি পেত না।

বিকালে দলীয় কার্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, শহীদ জিয়াই আওয়ামীলীগকে পুনর্জন্ম দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কিন্তু আওয়ামীলীগ শহীদ জিয়ার সমস্ত অবদানকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক জাতীয় যাদুঘর থেকে সরিয়ে ফেলেছে। শহীদ জিয়া ১৯৭১ সালে এবং ১৯৭৫ সালে জাতীর ক্রান্তিলগ্নে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। শহীদ জিয়াই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বলেন, শহীদ জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কৃষি বিপ্লবের মাধ্যমে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে এগিয়ে গিয়েছিলেন।

সভায় বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একজন গুরত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে নিজেকে চালকের আসনে বসিয়ে জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক বাহিনীর নির্বিচার গণহত্যায় দেশবাসী যখন ভীত-সন্ত্রস্ত, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আত্মরক্ষার্থে আত্মগোপনে ব্যস্ত, সে সময় মেজর জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তারূপে আবির্ভূত হন। ওই রাতেই তিনি পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরদিন

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, সৈয়দ আহমদ, নিয়াজ মোহাম্মদ খান, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, শেখ নুরুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াঁিছন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলু প্রমুখ।

.

উত্তর জেলা বিএনপি (আসলাম গ্রুপ) ঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ষোলশহর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ- সভাপতি আলহাজ্ব ইসহাক কাদের চৌধুরী’র সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এড. মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন, উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মো: নুরুল আমিন, সেকান্দর হোসেন চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, সেলিম চেয়ারম্যান, সৈয়দ মো: নাছির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মো: সালাউদ্দিন, উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মো: কামাল উদ্দিন, বিএনপি নেতা নবাব মিয়া চেয়ারম্যান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, রাউজান উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাসান মো: জসিম, হাটহাজারী পৌরসভা বিএনপি’র সভাপতি জাকের হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উত্তর জেলা তাঁতী দলের সভাপতি মো: সিদ্দিক, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, রাউজান উপজেলা বিএনপি’র শফিউল আলম চৌধুরী, এইচ.এম. নুরুল হুদা, এস.এম. ফারুক, মো: মোরসালিন, ফজলুল হক, মোস্তফা আলম মাসুম, ফলজুর রহমান, মো: আইয়ুব, গিয়াস উদ্দিন, একরাম উল্লাহ নয়ন, নেছারুল আলম নাজমুল, বদিউল আলম বদরু, সাহাব উদ্দিন রাজু, আজিজুল হক, আনিস আকতার টিটু, মামুনুর রশিদ মামুন, ইকবাল করিম, মোকারম কুতুবী, তালিমুল ইসলাম, মো: ওসমান, জয়নাল আবেদীন মনজু, এস.এম. ইকবাল, মোনাফ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে দেশের আপামর স্বাধীনতাকামী জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। আজকে দেশ স্বাধীন হওয়ার পর দেশকে স্বনির্ভর করার জন্য ১৯ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি স্বংয়সম্পূর্ণ রাষ্ট্র গড়তে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে এক দলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে আজ সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সেই মূল মন্ত্র ছিল মানুষের ভোটের অধিকার, সংবাদপত্রের অধিকার। কিন্তু, আজকে এই স্বৈরাচারী সরকার সকাল অধিকারকে হরণ করে বাকশালী রাজত্ব্য কায়েম করেছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে যে আন্দোলনের ডাক আসবে সকল নেতাকর্মীদেরকে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান।

.

উত্তর জেলা বিএনপি (গিয়াস কাদের গ্রুপ) ঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া বলেন, পৃথিবীর ইতিহাসে চির অমর হয়ে থাকতে শত সহশ্র বছর বাঁচতে হয় না। একজন সাধারণ সৈনিকও যে সততা, মেধা, দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, দূরদর্শিতা ও মহানুভবতার যৌথ সংমিশ্ররণের ফলে কিংবদন্তীর আসনে আসীন করতে পারে, এনে দিতে পারে অমরত্ব। সেই কিংবদন্তীর মহান রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আজমত আলী বাহাদুর, নিজামুল হক তপন, আবু জাফর চৌধুরী, কামাল মেম্বার, ফারুক আজম, এস.এম. ইউসুফ, নুরুন্নবী, উত্তর জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক, কামাল উদ্দিন, এম. শাহজাহান, আবু বকর সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মেম্বার, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, দিদার মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হানুল আনোয়ার রাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, শাহাদাত মির্জা, পেয়ার মো: চৌধুরী বাবু, আরিফুল ইসলাম, রুবেল, নিজাম উদ্দিন চৌধুরী, বিপুল খান, মুরাদ, শওকত, ফরিদ, একরাম, আজগর, টিপু, রুবেল, এড. জুয়েল, ওমর কাইয়ুম, বাপ্পা, জালাল, জাসু, মনির, আশিক, মহিম প্রমুখ।

.

দক্ষিণ জেলা বিএনপিঃ

জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে সকাল ১০ টায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক মন্ত্রী ও বাঁশখালী থেকে চার-চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মে সার্থক বাংলাদেশ, যার স্বাধীনতা ঘোষণার মধ্যদিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ কর্মগুণে স্বল্প সময়ে বাংলাদেশের ষোল কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। এখনও বাংলাদেশের ষোল কোটি মানুষ শহীদ জিয়াকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। তাই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে চট্টগ্রামের আত্মার সম্পর্ক, তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং চট্টগ্রামে শহীদ হয়েছিলেন।

সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা লায়ন নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. আবু তাহের, এড. এম. নাছির উদ্দিন, বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান, শওকত ওসমান, জয়নাল আবেদীন, কে. এম আনিসুর রহমান, জেলা ছাত্রদল নেতা শহীদুল আলম শহীদ, স্বেচ্ছাসেবক দলের সালাহ উদ্দিন সুমন, নঈম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা জামাল উদ্দিন, দৌলত আকবর চৌধুরী, ছাত্রদল নেতা এম. হান্নান রহিম, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মোরশেদুল আলম, আলমগীর, এস.এম রিজভী, দিদারুল আলম, মো. রাসেল, মো. সেলিম প্রমুখ।

মহানগর ছাত্রদলের কম্বল বিতরণঃ

শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ-গরীব ও বাস্তুহারা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার রাতে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় ছাত্রদলেল সদস্য ও নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মুর্তুজা খান, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, নগর ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ, নগর ছাত্রদল নেতা ডি.এইচ.শিশির, চকবাজার থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, যুগ্ম আহ্বয়ক কবির উদ্দিন, ওমর ফারুক, সদরঘাট থানা ছাত্রদল নেতা রাশেদ উদ্দনি, কায়সার উদ্দিন. রুবেল উদ্দিন, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

.

চবি ছাত্রদলঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল চট্রগ্রাম বিশ্ববিদ্যলয় শাখার পক্ষ থেকে চট্টগ্রামের বিল্পব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম,সহ সভাপতি মোঃ বারাতুল মাউন, মোঃ আলাউদ্দীন মহসিন , বিনয় চাকমা, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন , সহ সাংগঠনিক সম্পাদক শামীম, রাশেদ,দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কে ইসলামি ফাহিম মানবাধিকার সম্পাদক সাদ্দাম হোসেন বাপ্পী,সহ আইন সম্পাদক মিজানুর রহমান, সহ সাংস্কৃতিক জাগির হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব নাজমুস সাকিব,মিরাস উদ্দিন, ফারুখ খান প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়ায়ে মোনাজাত করা হয়।