অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শিব চর্তুদশীতে নগরীর গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে হাজারো পূণ্যার্থীর ঢল

0
.

শিব চর্তুদশীতে শ্রীশ্রী গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পর্ষদ এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এবারও নগরীর আকবর শাহ থানার সী ওয়ার্ল্ড এর পিছনে পাহাড়ের উপরে অবস্থিত গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে হাজারো ভক্তপ্রাণ নারী-পুরুষের সমাগম ঘটেছে।

শ্রীশ্রী গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পর্ষদ এর প্রকাশনা সম্পাদক নন্দন রায় জানান, এ উপলক্ষে দিনব্যাপী নাম সংকির্তন ও ধর্মীয় আলোচনার পাশাপাশি হাজারো পূণ্যার্থী মহাপ্রসাদ গ্রহণ করেন।

নারায়ণগঞ্জ থেকে আসা প্রবীণ শিক্ষক অমূল্য দেবনাথ বলেন সাধন ভজনের অন্যতম তীর্থ পীঠ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে আসার ইচ্ছে ছিল কয়েক বৎসর ধরে। আজ মহাপূণ্যতীর্থে আসতে পেরে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন ভক্তি শ্রদ্ধা থাকলে দূর্গম পাহাড়ে ও পূণ্যময়ী অনুষ্ঠান করা সম্ভব।