অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে দেড়শ বছরের পুরোনো শিবমূর্তি উদ্ধার

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার বোয়ালখালীতে চুরি যাওয়ার ১৪ মাস পর দেড়শ বছরের শিবমূর্তি (শিবলিঙ্গ) উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি মল্লিক পাড়া থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, ২০১৬ সালের ১৩ নভেম্বর উপজেলার আকুবদন্ডী ইউনিয়নের মহাজন বাড়ী শিব মন্দির থেকে এ মূর্তি চুরি হয়। গত ১৫দিন পূর্বে কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি মল্লিক পাড়ার আশীষ মল্লিক নামের এক ব্যক্তি পরিত্যক্ত অবস্থায় শিবমূর্তিটি পান। পরবর্তীতে তিনি স্বপ্নে পেয়েছেন জানিয়ে নিজ বাড়িতে পূজা অচর্না শুরু করেন। বিষয়টি জানাজানি হলে আকুবদন্ডী গ্রামের কয়েকজন ব্যক্তি তা দেখে নিশ্চিত হন, এটিই সেই চুরি যাওয়া শিবমূর্তি। বুধবার পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে উদ্ধার হওয়া শিবমূর্তিটি পাথর নাকি কষ্টি পাথরের তা নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয় মিথুন চৌধুরী রণি বলেন, মহাজন বাড়ীর মন্দিরের শিবমূর্তিটি ১৪ মাস আগে গ্রিল কেটে চোরেরদল নিয়ে গিয়েছিল। এরপর খবর পেয়ে তা থানাকে জানালে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।