অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খেজুরগুড়ে চিড়া নাড়ু

0

ঘরেই প্রিয়জনদের জন্য তৈরি করুন চিড়ার নাড়ু। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিড়ার নাড়ু-

উপকরণঃ চিড়া আধা কেজি, খেজুরের গুড় ৮০০ গ্রাম, এলাচ ৫টা, জিরা গুঁড়া সামান্য, ঘি ১ টেবিল চামচ।

প্রণালিঃ চিড়া ভেজে নিন। গুড়ে সিঁকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। গুড় ফুটে উঠলে এলাচ গুঁড়া দিন। ঘন হয়ে এলে ভাজা চিড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। চিড়া-গুড়ের মিশ্রণ ভালো করে মিশে গেলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার আগেই হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করুন।