অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পেঁয়াজের রসে দূর হবে খুশকি

0

চুলের খুশকি খুব সাধারণ একটি বিষয় হলেও ভোগান্তিকর। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি পেঁয়াজের রস ব্যাবহার করতে পারেন।

পেঁয়াজের রসের রয়েছে ব্যাকটেরিয়ারোধী গুণাবলী যা চুলের খুশকি দূরীকরণে দারুণ কাজ করে। তবে পেঁয়াজের রস বিভিন্ন উপকরণের সাথে নিম্নোল্লেখিত নিয়মে প্রয়োগ করতে হবে।

১. পেঁয়াজ ও লেবুর রসের মিশ্রণ:
২ চা-চামচ পেঁয়াজের রসের সঙ্গে ৩-৪ চা-চামচ পরিমাণ লেবুর রস মেশান। আপনার আঙ্গুলের ডগায় এই মিশ্রিত উপাদান দিয়ে চুলের ত্বকে ৫ মিনিট মাখুন। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মাথা ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে হলে সপ্তাহ দু`বার ঘরোয়া এ পদ্ধতি ব্যাবহার করুন।

এছাড়াও খুশকি দূরীকরণে আপনি নিম্নলিখিত উপাদানের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ ব্যাবহার করতে পারেন।

১. পেঁয়াজের রস ও এলোভেরা জেলে`র মিশ্রণ
২. পেঁয়াজ, ব্যাকিং সোডা ও অলিভ অয়েল`র মিশ্রণ
৩. পেঁয়াজ, নারিকেল ও চা গাছের তেলের মিশ্রণ
৪. পেঁয়াজ ও নিমপাতার রস
৫. পেঁয়াজ ও আপেলের রস এবং ভিনেগারের মিশ্রণ