অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধার বাড়ীতে গুলি ছোঁড়ার ঘটনায় মামলা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে মুক্তিযোদ্ধার বাড়িতে গুলি ছোঁড়ার ঘটনায় যুবলীগ নেতা মাহাবুল আলমকে প্রধান আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ মার্চ) বোয়ালখালী থানায় এ মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা আলী মদন ।

গত ৫ মার্চ সোমবার রাতে উপজেলার পূর্ব চরণদ্বীপ খলিল তালুকদার বাড়ীর মুক্তিযোদ্ধা আলী মদনের বসত বাড়িতে পরপর ৬ রাউন্ড গুলি ছুঁড়ে দূর্বত্তরা।

মুক্তিযোদ্ধা আলী মদন জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা শতকত হোসেনের বাড়ীতে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়ায় মাহালম বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার আলামত পাওয়া যায়নি। এরপরও ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা শওকত হোসেনের বাড়ীতে গুলি ছোঁড়ার ঘটনায় যুবলীগ নেতা মাহাবুল আলমকে প্রধান আসামী করে মুক্তিযোদ্ধা শওকত হোসেনের ছেলে শাহাদাত হোসেন মামলা দায়ের করেন।

যুবলীগ নেতা মাহাবুল আলম (মাহালম) বিরুদ্ধে দুই মুক্তিযোদ্ধা পরিবার পরপর মামলা দায়ের করায় তা প্রত্যাহারের দাবিতে চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে।