অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“ক্বওমী ওলামাদের সাথে প্রধানমন্ত্রী ছিলেন আগামীদিনেও থাকবেন”

0
.

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্তন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর রাজনৈতিক জীবনে যতবার রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন ততবার কওমী মাদরাসার কল্যাণে কাজ করেছেন, ওলামাদের সাথে ছিলেন। আগামী দিনেও তিনি আপনাদের সাথে থাকবেন।

তিনি আজ শনিবার (১৭ মার্চ) বিকালে চট্টগ্রামের মীরসরাইয়ের আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসা মাঠে মীরসরাই উপজেলা ক্বওমী মাদরাসা পরিষদের উদ্যোগে এবং ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির ব্যবস্থাপনায় ওলামা সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

দেশের ক্বওমি শিক্ষাকে যুগোপযোগী মর্যাদা প্রদানে বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ক্বওমী মাদরাসার জন্যে শিক্ষা বোর্ড গঠন করার মধ্যদিয়ে যুগান্তকারী অবদান রেখেছেন। তাছাড়া হাটহাজারী মাদরাসার আল্লামা আহম্মদ শফিকে ওই বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এছাড়া ক্বওমী মাদরাসার দাওয়ায়ে হাদিস বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের মাষ্টার্সের সমমর্যাদা দিয়েছেন। বিগত দিনে যার কোন স্বীকৃতি ছিল না।’

ওলামাদের সমাবেশে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আলীয়া মাদরাসার এক হাজার দশ জন আলেমকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দারুল আকরাম ইবতেদায়ী মাদরাসায় নিয়োগ দেওয়া হয়েছে। যা অন্যকোন সরকারের সময়ে দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এসব বিষয়ে আমার কথা হয়েছে। তিনি ক্বওমী মাদরাসাকে আধুনিক ও যুগপোযোগী করে গড়ে তুলতে আরও পদক্ষেপ নিবেন।’

.

ক্বওমী মাদরাসার সঙ্গে নিজের পরিবারের দীর্ঘদিনের সু-সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমি এবং আমার পরিবার সবসময় ক্বওমী মাদরাসার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। আমার মরহুম আব্বা এস রহমান তাঁর জীবদ্দশায় ক্বওমী মাদরাসা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। ক্বওমী শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। আমি তাঁর ছেলে হিসেবে আজবধি আপনাদের পাশে রয়েছি। সবসময় আপনাদের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ্ আগামীতেও থাকবো।’

সবশেষে মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য উপস্থিত আলেমদের সামনে তুলে ধরেন।

সমাবেশের সভাপতিত্ব করেন আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা। মীরসরাই উপজেলা ক্বওমী মাদরাসা পরিষদ এবং মীরসরাই উপজেলা ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলামের সার্বিক তত্বাবধানে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নয়দুয়ারিয়া মসজিদিয়া ইউনুসিয়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির, জামালপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মকছুদ আহম্মেদ, কুমিরা মাদ্রাসার শিক্ষক ফখরুল ইসলাম মামুন, তেমুহানী আজিজুল উলুম হোসাইনিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা জমির উদ্দিন, মোবারকঘোনা মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহীম, বালিয়াদি মাদরাসার পরিচালক মাওলানা আলী হোসেন, পূর্ব বালিয়াদী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াছিন, পূর্ব মায়ানী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম, মিরসরাই নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, মস্তাননগর মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আলম, দুর্গাপুর ফয়েজিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হান্নান, কুমিরা মাদ্রাসার পরিচালক রহমত উল্ল্যাহ, টেরিয়াইল মাদ্রাসার পরিচালক মাওলানা তাজুল ইসলাম, তেমুহানী আয়েশা ছিদ্দিকা (রা:) বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা মেজবা উল আলম, পশ্চিম জোয়ার নুরানী মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহম্মেদ, কাজীগ্রাম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল হক, ইমামপুর বাইতুস সালাম মাদ্রাসার পরিচালক মাওলানা রেজাউল করিম প্রমুখ।