অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আজ প্রধানমন্ত্রী যে সব প্রকল্পের ভিত্তিপ্রস্তুর ও উদ্বোধন করবেন

0
.

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আজ বুধবার চট্টগ্রামে আসছেন। বিকালে তিনি জেলার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় জনসভায় ভাষণ দেবেন।

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা আশা প্রকাশ করছেন, এতে তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ নিয়ে ব্যপক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন। এরমধ্যে ১১টি দপ্তরের অধীনে ২৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ছয়টি দপ্তরের ১৪টি প্রকল্পের উদ্বোধন করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, প্রধানমন্ত্রী যে সকল প্রকল্পের ফলক উন্মোচন করবেন তার একটি তালিকা জেলা প্রশাসনের পক্ষ থেকে চুড়ান্ত করা হয়েছে ।

জানা যায়, চট্টগ্রাম আগমণকালে প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম শহরে লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাইখান পর্যন্ত সড়ক নির্মাণ, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়ার চর পর্যন্ত ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে অনন্যা আবাসিক, কল্পলোক আবাসিক, মইজ্জারটেক, রহমতগঞ্জ, এফআইডিসি কালুরঘাট, অক্সিজেন, কাট্টলী, মনছুরাবাদসহ আটটি জিআইএস উপকেন্দ্র নির্মাণ, দোহাজারী সড়ক বিভাগের চট্টগ্রাম জেলার জরাজীর্ণ ও সংকীর্ণ কালারপোল-ওহিদিয়া সেতুর স্থলে ১৮০ মিটার সেতু নির্মাণ, কেরাণীহাট-সাতকানিয়া-গুনাগরী জেলা মহাসড়ক প্রশস্থকরণ ও উন্নয়ন, আঞ্চলিক মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-টৈটং আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ ও উন্নয়ন, চট্টগ্রাম সড়ক বিভাগের আওতায় বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণ, বারৈয়ারহাট-হোঁয়াকো-নারায়নহাট-ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ ও উন্নয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটিয়া উপজেলার রাজঘাটা শ্রীমাই খালের উপর ৬৩ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, ফটিকছড়ি উপজেলার নাজিরহাট জিসি-কাজিরহাট জিসি সড়কে মন্দাকিনি খালের উপর ৫৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এর পটিয়ায় পিটিআই এর একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ওয়াকশপ বিল্ডিংসহ পঞ্চম তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, রাজস্ব প্রকল্পের আওতায় সরকারি মহিলা কলেজ খুলশী চট্টগ্রামে ৫০০ শয্যা বিশিষ্ট ১০০ শয্যা ছাত্রীনিবাস নির্মাণ, আগ্রাবাদ মহিলা কলেজ ডবলমুরিং আইসিটি সুবিধাসহ পঞ্চমতলা একাডেমিক ভবন নির্মাণ, পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা কলেজে আইসিটি সুবিধাসহ পঞ্চমতলা একাডেমিক ভবন নির্মাণ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর অধীনে মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, পটিয়া পৌরসভা ও মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্পের অধীনে পটিয়া পৌর মাল্টিপারপাস কিচেন মার্কেট নির্মাণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের ভিত্তিপ্রস্থর করবেন।

অন্যদিকে উদ্বোধন করবেন এমন প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মুরাদপুর, ২নং গেট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-২ এর চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণ, দোহাজারী সড়ক বিভাগের অধীনে কালুরঘাট-মনসারটেক জাতীয় মহাসড়কের ৮ম কিলোমিটার এর ৮১দশমিক ৯৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু (মিলিটারি সেতু), পটিয়া-চন্দনাইশ-বৈলতলী সড়কের ১৭তম কিলোমিটারে ৩৪৮দশমিক ১২ মিটার দীর্ঘ খোদারহাট সেতু নির্মাণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের আইসিটি সুবিধাসহ পঞ্চমতল একাডেমিক ভবন নির্মাণ, হাজেরা তজু ডিগ্রি কলেজের আইসিটি সুবিধাসহ পঞ্চমতলা একাডেমিক ভবন নির্মাণ, পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ আইসিটি সুবিধাসহ চতুর্থ তলা একাডেমিক ভবন নির্মাণ, পশ্চিম বাঁশখালী উপকূলী ডিগ্রি কলেজে আইসিটি সুবিধাসহ চতুর্থ তলা একাডেমিক ভবন নির্মাণ, ফটিকছড়ি হোঁয়াকো বনানী কলেজে আইসিটি সুবিধাসহ চতুর্থ তলা ভবন নির্মাণ, রাঙ্গুনিয়া মহিলা কলেজের আইসিটি সুবিধাসহ চতুর্থ তলা ভবন নির্মাণ, সাতকানিয়া কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কলেজে আইসিটি সুবিধাসহ চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ, মীরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে আইসিটি সুবিধাসহ চতুর্থ তলা একাডেমিক ভবন নির্মাণ, সড়ক ও জনপথ বিভাগের অধীনে নাজিরহাট মাইজভান্ডার সড়ক নির্মাণ, পটিয়ায় শেখ রাসেল ভাস্কর্য ও শেখ রাসেল মঞ্চ উদ্বোধন করবেন।