অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কানই যখন কানের ফ্যাশন

0

অন্য সব কিছু্র মতো ফ্যাশন জগতেও চলছে বিস্তর গবেষণা। আজকাল ফ্যাশনে যোগ হচ্ছে অনেক নতুন মাত্রা। তবে সেই মাত্রা কোথায় যেয়ে থামতে পারে সেটা একটু চিন্তার বিষয়। কারণ আজকাল ফ্যাশন দেখে মনে হচ্ছে, চোখ চমকানো থেকে চোখ ছানাবড়া করতেই বেশি পছন্দ করছে মানুষ।

উদাহরণস্বরূপ বলা যায়, সম্প্রতি বার্লিনভিত্তিক জুয়েলারি শিল্পী নাদজা বুটেনড্রফের তৈরি করা ফ্যাশনেবল কানের দুলের কথা। তিনি এমন কানের দুল তৈরি করেছেন, যা দেখতে মানুষের আসল কানের মতো। এই ফ্যাশন অন্যকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

কান আকৃতির কানের দুল পরলে মনে হবে মানুষের চার কান। যেখানে একটা কানের নিচে আরেকটি কান ঝুলছে এবং প্রথম দেখায় আপনার মনে হতে পারে, এই কানটি যিনি পরে আছেন তার আসল কান। সম্ভবত জন্মগত ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। পরে আপনার ভুল ভাঙলে চোখ তো ছানাবড়া হবেই।

মানুষের অঙ্গ আকৃতির অদ্ভুত এই কানের দুল সিলিকন দিয়ে তৈরি। ফলে দেখতে আসল অঙ্গের মতোই। বিভিন্ন বর্ণের মানুষের শরীরের ত্বক অনুযায়ী ব্যবহারের জন্য নানা রঙে এগুলো তৈরি করা হয়েছে। যা হোক, এখন দেখা বিষয়, অদ্ভুত এই কানের দুলের ফ্যাশন কেমন সাড়া ফেলে।