অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পুলিশের সাথে যুবদলের হাতাহাতি, মিছিলে বাধা

0
CTG PIC JUBODAL
দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশী বাধায় বিক্ষোভ করছে মহানগর যুবদলের নেতা কর্মীরা।

চট্টগ্রামে পুলিশের বাঁধায় মিছিল করতে পারেনি যুবদল। শনিবার দুপুরে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডাদেশের বিরুদ্ধে মহানগর যুবদলের প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হওয়ার সময় নাসিমন ভবনের সামনে পুলিশ দলীয় কার্যালয়ের গেইট বন্ধ করে দিলে নেতাকর্মীরা আটকা পড়েন। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এর আগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- তারেক রহমানের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তারেক রহমানের অগ্রযাত্রা রুখতে সরকার আগে থেকেই তাঁর বিরুদ্ধে বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পায় বলে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায় প্রদান করেছে। তারেক রহমান এদেশের যুব সমাজের একজন রোল মডেল। তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র যুবদলকর্মীরা রুখে দিবে।

13754299_1773726272911503_1449787112899651972_n
অর্থ পাচার মামলায় তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে মহানগর যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ।

সমাবেশে বক্তব্য রাখেন- চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর যুবদল নেতা এমএ মনসুর, অরুপ বড়ুয়া, এমএ শাকি, এমদাদুল হক বাদশা, আবুল বশর, রাশেদুল হাসান লেবু, কামাল পাশা, জসিম উদ্দিন সাগর, মো. ইয়াছিন, জাফর আহমদ খোকন, নুরুল ইসলাম শিপন, মহিউদ্দিন মুকুল, মো. সালাউদ্দিন, কোরবান আলী, বখতিয়ার, মো. হামিদ, ইলিয়াছ হাসান মঞ্জু, জিল্লুর রহমান জুয়েল, এম কে আকাশ, আহসানুজ্জামান, আতিকুর রহমান, আলী আকবর, মো. ইব্রাহিম, দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, মো. আমিন, মো. বাদশা, মো. জানু, মো. শাহ আলম প্রমুখ।