অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরী ও জেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

0
.

চট্টগ্রাম মহানগরী ও জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।  গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।  এর মধ্যে আজ দুপুরে পটিয়া উপেজেলায় একজন এবং নগরীর ওয়াসার মোড় ও নিউমার্কেট এলাকায় গতকাল রাতে ২ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে নগরীর দামপাড়া ওয়াসার মোড়ে দোতলা বাসের নিচে চাপা পড়ে মো. রিফাত (৩৫) গুরুতর আহত হন।

তাকে হাসপাতালে আনার পর মারা যান। নিহত রিফাত নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট সড়কের শাহাদাত হোসেনের ছেলে।

এদিকে রাত পৌনে ৩টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে নোয়াখালীর চর জব্বার এলাকার চর সানাউল্লাহর মফিজুর রহমানের ছেলে কবির হোসেন (২১) গুরুতর আহত হন।  তাকেও চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমাদের বোয়াখালী প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পরে জাফর আলম (৫৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।

আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে পটিয়া মহাসড়কের মনসার টেক এলাকায় সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি শেখ নিয়ামতুল্লাহ।