অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানের হালদার তীরে চলছে মাসব্যাপী বৈশাখী মেলা

0
.

চট্টগ্রামে চলছে বাংলা নববর্ষ ১৪২৫ বরণের নানা উৎসব। পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের হালদা নদী তীরে চলছে মাসব্যাপী বৈশাখী মেলা।

শনিবার সকালে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

.

উদ্বোধনী অনুষ্ঠানে রাউজানবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পুরনো বছরের সকল গ্লানি আর দুঃখ মুছে, সুখ সমৃদ্ধি বয়ে আসুক বাঙালীর ঘরে ঘরে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসান হায়দার চৌধুরী বাবুল,প্যানেল মেয়র বশির উদ্দিন খানসহ রাউজানের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.

পরে ফজলে করিমের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা রাউজানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। নাচ,গান ও নানান আয়োজনে সাজানো এই উৎসব পরিণত হয় বাঙালীর মিলন মেলায়। মাটির হাঁড়ি-পাতিল, ব্যাংক, শিশুদের খেলনা, মৌসুমি ফল, গহনা, গৃহস্থালি সামগ্রী, পান্তা-ইলিশ, শরবত ও আইসক্রিমসহ বাঙ্গালীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় মেলায়।