অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা তিন ট্রাক কসমেটিকস জব্দ

0
.

চট্টগ্রাম বন্দরে তিন ট্রাক কসমেটিকস জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।  রবিববার (২২ এপ্রিল) জব্দ করা চালানটির কায়িক পরীক্ষা করে জালিয়াতির মাধ্যমে মিথ্যা ঘোষণায় আমদানীর বিষয়টি ধরা পড়ে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুল ইসলাম তিন ট্রাক ভর্তি কসমেটিকস পণ্য আটকের বিষয়টি  নিশ্চিত করে বলেন-গত বুধবার (১৮ এপ্রিল) সিঙ্গাপুর বন্দর থেকে কটনবল ও আর্টিফিশিয়াল ওয়েক্স ঘোষণায় আসা একটি কনটেইনার থেকে পণ্যসামগ্রী সিঅ্যান্ডএফ এজেন্ট এএনজে ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাকে ভরে খালাসের সময় যাওয়ার সময় আটক করা হয়।

তিনি বলেন, কটনবল ও আর্টিফিসিয়াল ওয়েক্স ঘোষণা দিয়ে চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।  এক কনটেইনার পণ্য খুলে তিনটি ট্রাকে তোলা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়।

বর্তমানে পণ্যভর্তি ট্রাকগুলো বন্দর হেফাজতে রয়েছে।  এবং কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন করেছে।  এ ব্যাপারে আমদানীকারক ও সিএণ্ডএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।