অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রোদ থেকে বাঁচতে ঘরেই তৈরি করুন সানস্ক্রিন

0

সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে বাঁচায় সানস্ক্রিন। কিন্তু ওজোন স্তরের নিয়মিত ধ্বংসের ফলে প্রতিনিয়ত ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। তাই এই প্রচণ্ড গরমে রোদের তাপ, অতি বেগুনি রুশ্মি, ধুলা ও ময়লা থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে সেই সানস্ক্রিনই যদি তৈরি হয় নিজ হাতে তাহলে কেমন হয় বলুন তো? তাহলে তো ভেজাল পণ্যে আর ত্বকের ক্ষতি হওয়ার চিন্তা করতে হবে না। বাড়িতে বসেই স্বল্প খরচে মনের মতো সানস্ক্রিন তৈরির পদ্ধতি শিখে নেয়া যাক।

উপকরণ:

নারকেল তেল ২ টেবিল চামচ,

শিয়া বাটার ১ টেবিল চামচ,

তিলের তেল আধা চা চামচ,

অ্যালোভেরা জেল আধা চা চামচ,

জিংক অক্সাইড পাউডার ২ চা চামচ।

প্রণালি:

প্রথমে একটি পাত্রে পানি দিয়ে চুলায় ফুটাতে হবে। এরপর একটি বাটিতে শিয়া বাটার, নারকেল তেল নিয়ে ফুটন্ত পানির উপর বসিয়ে দিন। এতে করে পানির তাপে বাটার গলে তেলের সঙ্গে মিশে যাবে।

এবার তিলের তেল এবং অ্যালোভেরা জেল দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। পুরো মিশ্রণটি ভালো করে নেড়ে মেশাতে হবে। সবশেষে জিংক অক্সাইড পাউডারটি দিয়ে খুব ভালো করে মেশান। ব্যাস হয়ে গেল আপনার ত্বক রক্ষাকারী সানস্ক্রিন।

এবার পছন্দমতো একটি কৌটায় করে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সানস্ক্রিন তৈরি করার প্রায় ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়।