অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ১০০ মা’কে অন্ন, বস্ত্র, সম্মাননা ও ফ্রি চিকিৎসা প্রদান

2
.

মা কে ভালবাসার জন্য কোন নির্দিষ্ট দিন হয় না। তবুও বাকি সকল দিবস গুলোর ন্যায় প্রতি বছর ১৩ মে বিশ্বের সব কটি দেশে পালিত হয়ে আসছে মা দিবস।

সেই মা দিবসে চট্টগ্রাম মহানগরীর সিআরবিতে আয়োজন করা হয় অন্যরকম এক অনুষ্ঠান।

.

সম্মিলিত মানবিক জাগরণ সংস্থার উদ্যোগে মা দিবস প্রায় ১০০ জনেরও বেশী অসহায় সুবিধা বঞ্চিত মাকে অন্ন বস্ত্র ও সম্মাননা প্রদান করা হয়, এবং দেয়া হয়।ফ্রী চিকিৎসা সেবা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ।ডাক্তার,শিক্ষক, সংগীত শিল্পী,আলোক চিত্র শিল্পী সহ আরো অনেকে।

ব্যাতিক্রমী এ অনুষ্ঠানের প্রধান উধ্যাক্তা ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী, কলেজ শিক্ষক বাবু অনুপম দেবনাথ পাভেল।

.

গত দু্ই বছর ধরে মা দিবস এবং বাবা দিবস এ অনুষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে বলে জানান বাবু অনুপম দেবনাথ পাভেল

অনুষ্ঠানের শেষে মায়েদের মাঝে গান পরিবেশন করেন সেরা কন্ঠের শিল্পী শাপলা পাল। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী অমিত সেনগুপ্ত। জনপ্রিয় ব্যান্ড ‘চাটগার’ ভোকাল পিজিত প্রসেঞ্জিত মহাজন সহ আরো অনেক স্থানীয় শিল্পী।

সারাদিনের এই আনন্দঘন পরিবেশ থেকে বিদায় নেয়ার সময় অসহায় মায়েরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা সবাই মাকে ভালবাসি।দুনিয়ায়ে মায়ের থেকে আপন আর কেউ নাই। যার মা নেই সে যানে মা শব্ধটার অর্থ।

২ মন্তব্য
  1. Pjeet Prasenjeet Mohajon বলেছেন

    vlobasa priyo vy

  2. Bethi Das বলেছেন

    rspct