অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রোজায় স্বস্তির জন্য সেহরিতে খান শশার টক

4

রোজার সময় সবারই একটা কমন সমস্যা সেহরির সময় উঠে খেতে পারেন না। ওই সময় কিছু খেতে ভালো লাগে না। কোনো কিছুই খেতে রুচি লাগে না। একটু বেশি খেয়ে ফেললে সারাদিন অস্বস্তি লাগে। এমন নানা সমস্যা। তবে অনেকেই জানে না সেহরির সময় যদি খাবারের সময় একটু শশার টক খেতে পারেন তাহলে সারাদিন আপনার আর অস্বস্তি লাগবে না। খাবারে রুচি বাড়বে। তাই আসুন সেহরির সময় খাওয়ার জন্য আমরা আজ শশার টক বানানো শিখে নেই।

উপকরণ:

শশা আধা কেজি,

নারকেল দুধ ১ কাপ,

চিনি ২ টেবিল চামচ,

ঘি ২ চা চামচ,

এলাচি গুঁড়া আধা চা চামচ,

দারুচিনি গুঁড়া আধা চা চামচ,

তেঁতুল গোলা ২ টেবিল চামচ,

লবণ পরিমাণ মতো (লবণ একটু বেশি দিলে ভালো স্বাদ ভালো হয়)

প্রণালি:

. শশা কুচি করে ঘি-তে ভেজে নিন।

. চিনি ও নারকেল দুধ দিয়ে নাড়ুন।

. একটু ঘন হয়ে এলে লবণ, এলাচ গুঁড়া ও দারুচিনি দিয়ে চুলা বন্ধ করে দিন।

. তেঁতুল গোলা দিয়ে পরিবেশন করুন।

৪ মন্তব্য
  1. Arshad M Nobel বলেছেন

    তুই কি বানিয়েছিস?আমার জন্য বানিয়ে পাঠিয়ে দিস।না হলে কোথাও পাওয়া যায় কি না জানাবি।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      আমার বাসায় চলে আয়, খাওয়াবো।

    2. Arshad M Nobel বলেছেন

      অল্প খাইলে তো হবে না,প্রতিদিনের জন্য লাগবে।তাই,,,,,,,

    3. Saiful Islam Shilpi বলেছেন

      কিভাবে বানাতে হয় লিখেছি, বাসায় বসে বানাই ফেল…