অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগর যুবদলের কমিটি বিরোধ, নাসিমন ভবনে হামলা ভাঙচুর

1
.

নগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদ বঞ্চিত যুবদল নেতা সামশু গ্রুপের সমর্থকরা নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের হামলা চালিয়ে ভাঙচুর করেছে।  শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ৪০/৫৪ জন যুবক এ হামলায় অংশ নেয়। তারা পার্টি অফিসের সকল ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে।  এসময় তারা দলীয় কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা চালায় বলে জানান কেয়ার টেকার আব্দুল হামিদ।

পরে কোতোয়াালী থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে যুবকদের ধাওয়া করে। এদিকে আজ দুপুরে একই যুবকরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফা হামলা চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এর আগে রাত ১২টার দিকে শামশুল হক সমর্থিত যুবকরা নগরীর চট্টেশ্বরী রোডস্থ  নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাতের বাসার সামনে বিক্ষোভ করে হামলা চেষ্টা চালায়। এসময় নগর যুবদলের নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে শাররীকভাবে নাজেহাল করেন।

.

কোতোয়ালী থানার ওসি মো. মহসিন নাসিমন ভবনের হামলার খবর পেয়েই পুলিশ নিয়ে আমি নিজেই ছুটে যাই। পরে তদের ধাওয়া দিলে পালিয়ে যায়।  কোন ভাঙচুর করতে পারেনি।

জানাগেছে মহানগর যুবদলের সভাপতি প্রার্থী এনায়েত বাজার এলাকার সামশু আলমের সমর্থকরা বিক্ষোভ করেছে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসার সামনে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলে প্রতক্ষ্যদশীয় কয়েকজন নিশ্চিত করেছে।

বিক্ষোভকালে সামশু গ্রুপের সমর্থকদের হাতে শাররিকভাবে নাজেহাল হয়েছেন নগর যুবদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

১ টি মন্তব্য
  1. Nurun Nobi বলেছেন

    পদ নিয়ে পুটকি মার-মারি কর ! দেখবি !! পরে বুবু হাসিনা ক্রসফাইয়ারে দিব ।