অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করলেন সাংসদ ফজলে করিম 

0
.

চট্টগ্রামের রাউজানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

মঙ্গলবার ১২ জুন তিনি রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সদর বন্যা কবলিত স্থান, খাল ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

এসময় সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জলমগ্নপখ পায়ে হেঁটে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের খবরাখবর নেন।

.

গত দুইদিনের অব্যাহত প্রবল ভারী বৃষ্টি এবং পাহাড়ী ঢলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান অংশের বিভিন্ন স্থানে বন্যা পানিতে সড়ক নিমজ্জিত হওয়ায় চট্টগ্রাম রাঙ্গামাটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওর্য়াডে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২০টন চাল ও সাড়ে সাতলক্ষ টাকা বরাদ্দ দেন।

পরিদর্শনের সময় উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, শ্যামল কুমার পালিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবুন্দ, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দরা সাথে ছিলেন।