অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুকুর-বিড়ালের কান্না আসলেই কি অমঙ্গল বয়ে আনে?

0

কুকুর-বিড়ালের কান্না অমঙ্গল ডেকে অানে বলে বিবেচনা করেন অনেকেই। বিশেষ করে গ্রামে-গঞ্জে। বাড়িতে বা আশেপাশে কুকুর বা বিড়াল কাঁদলে প্রবীণ মানুষের মুখে বলতে শোনা যায়, ওই লক্ষ্মী ছাড়াকে এখনই তাড়া। না জানি আবার কোন অমঙ্গলের পাল্লায় পড়তে যাচ্ছি।। এখন প্রশ্ন হচ্ছে এটা কী সত্যিই কুসংস্কার নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? অনেকে বলছেন এটা কুসংস্কার নয়, এর পিছনে রয়েছে যুক্তিসঙ্গত কারণ।

বিজ্ঞান বলছে, কুকুর-বিড়ালদের মধ্যে পারিপার্শ্বিক পরিস্থিতি আঁচ করার বা সেন্স করার ক্ষমতা অত্যন্ত প্রবল। তাই কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগে আবহাওয়া এবং তার পরিমণ্ডলের যে পরিবর্তন হয় তা মানুষের বুঝতে পারার অনেক আগেই বুঝতে পারে এই শ্রেণির প্রাণী। আর তাই আতঙ্কে কান্না শুরু করে দেয়।

আর বাড়ির কাছে কোনো কুকুর বিড়ালের কান্না শুনলে সেই বিপর্যয়ের আতঙ্ক গ্রাস করে অনেক প্রবীণ ব্যক্তির মধ্যেও৷ সুতরাং, বিষয়টির মধ্যে শুধুই কুসংস্কার আছে তা মোটেই নয়। রয়েছে বাস্তবতাও।