অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দক্ষিণ চট্টগ্রামের ৪০ গ্রামে আজ আগাম ঈদ পালিত

0
.

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশসহ কয়েকটি উপজেলার ৪০টি গ্রামে আজ শুক্রবার একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। এবারো তার ব্যতিক্রম ঘটেনি মির্জাখলী দরবারের অনুসারীদের।

সাতকানিযার সোনাকানিয়া, গারাঙ্গিয়া, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া, পার্শ্ববর্তী উপজেলা চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলায় প্রায় ৪০টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।

শুক্রবার সকাল ১০টায় কয়েক হাজারো মুসল্লী মির্জারখীল দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দরবার শরীফের পীর হয়রত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করেছেন।

সাতকানিয়া মির্জাখীল দরবারের পরিচালনা কমিটির সচিব মাস্টার বজলুর রহমান বলেন, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আমরা রোজা ও ঈদ ইত্যাদি একই নিয়মে পালন করে আসছি। দেশের বিভিন্ন এলাকা থেকে মির্জাখীল দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে মির্জাখীল দরবার শরীফে এসেছেন।