অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিকতার উপর ৩ দিনের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স

0
.

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী মিডিয়া, যোগাযোগ ও সাংবাদিকতার উপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স।

আগামী ১৭,১৮,১৯ জুলাই (মঙ্গল, বুধ, বৃহঃস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, ১৭ জুলাই (মঙ্গলবার) সকাল ৯ টায় চবি আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশেষ অতিথি থাকবেন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

১৯ জুলাই (বৃহঃস্পতিবার) উক্ত অনুষ্ঠানের সমাপনী সেশন অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ’র সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান।

বিশেষ অতিথি থাকবেন, ওয়েস্টার্ন ম্যারিন শিপ ইয়ার্ড লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন এবং উক্ত সেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার।