অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজো চট্টগ্রামের রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা: চলছে বিক্ষোভ

0
নগরীর জিইসির মোড়ে পুলিশের এই কালো গাড়িটি আটকে রাখে শিক্ষার্থীরা।

নিরপদ সড়কের দাবীতে আজো উত্তাল হয়ে উঠছে বন্দর নগরী চট্টগ্রাম।  আজ বৃহস্পতিবার (২আগষ্ট) চট্টগ্রামে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যাগ ও স্কুল ড্রেস পরে  রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।  সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন এলাকায় থেকে মিছিল বের করে একাধিক সড়কে অবস্থান নিয়েছে।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে নগরীর দেওয়ান হাট থেকে বহদ্দারহাট সড়ক (এশিয়ান হাইওয়ে) যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনের সামনে ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে মিছিল করতে দেখা শতাধিক শিক্ষার্থীকে।  তারা বিক্ষোভ মিছিল এর পাশাপাশি বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে লাইসেন্স চেক করছে।  নগরীর দুই নম্বার গেইট, চকবাজারসহ বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা।
.

চট্টগ্রামের ওয়াসা মোড়ে অবস্থান নেয়া এক শিক্ষার্থী জানান, আজ শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। তারপরও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা স্কুল ড্রেস পরে রাস্তায় নেমেছি।  দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান চট্টগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী আবির মাহমুদ।

এদিকে শিক্ষর্থীদের বিক্ষোভে আটকা পড়া চট্টগ্রামের রাঙ্গুুনিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল হাসনাত জানান, বহদ্দার হাট থেকে রওনা হয়ে দুই ঘন্টায়ও লালখান বাজারে পৌছতে পারিনি।  শত শত ছাত্র যানবাহন থামিয়ে কাগজপত্র এবং চালকদের লাইন্সেস আছে কিনা দেখছে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে চেষ্টা করেও পারছে না। তবে তিনি ছাত্রদের এ আন্দোলনকে পজেটিভলি দেখছেন বলে জানান।
প্রতক্ষ্যদশীরা জানান, সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ’ ছাত্র মিছিল করে রাস্তায় নেমে আসে।
 
.

এ সময় তারা বেশ কিছু সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স দেখার জন্য চালকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এতে সড়কে গাড়ি চলাচল একেবারে কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে দেখা যায়।  বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে।   

 এদিকে একই দাবীতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে । 
 
.

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে বলে জানায়। সকাল ১০ টার পর ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কলেজ এর সামনে ও ভাটিয়ারী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।  

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মহাসড়কে কোন ধরণের সমস্যা নেই।