অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এক মামলায় খালেদার ৬ মাসের জামিন

0
.

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহতের ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৭ জুলাই এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। এর আগে এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার আদালত।

এরপর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় আবেদন করে জামিন চেয়েছেন। আগে মামলাটি বাতিল চেয়েও হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি, যেটি এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।