অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুরাদপুরে ফ্লাইওভারের জন্য ভাঙ্গছে দোকান

0

lhll copyচট্টগ্রাম নগরীর মুরাদপুরে এসব দোকান গুলো আর দেখা যাবে না কোন দিন। কারণ এখানে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে বিধায় সড়ক সম্প্রসারণ অতি জরুরী হয়ে পড়েছে জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)।

একটি সূত্রে জানা যায়, প্রায় ২০/২৫ টি দোকান মালিককে ৭ আগষ্ট পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে যে গুলো ভাঙ্গায় পড়েছে । তাই সিডিএ এভিনিউ পশ্চিম দিক সড়কের অর্থাৎ করিম’স আইকন কমার্শিল কমপ্লেক্স ভবনের পাশ হতে আরো পশ্চিম দিকে দোকানদারা নিজেদের উদ্দ্যেগে দোকানের সাঁটার খুলে নিতে ব্যস্ত সময় পার করছেন। সাথে দোকানের মালামাল সরিয়ে নিতেও দেখা যাচ্ছে। রাতভর চলবে এ ব্যস্থতা।

ছবি ও লেখা: কবি তসলিম খাঁ।