অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১২শ’ মামলা, ৭৫ গাড়ি আটক

1
DSC0273
গাড়ি তল্লাশীর ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক আইন অমান্য করাসহ বিভিন্ন অভিযোগে এক হাজার ২২৫টি মামলা ও সিএনজি অটোরিকশাসহ ৭৫টি গাড়ি আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে এসব গাড়ি আটকের পর মামলা করা হয়।

সিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। ট্রাফিক পুলিশের অভিযানে এসব মামলা ও গাড়ি আটক করা হয়।

চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টায় নগরীতে এক হাজার ২শ ২৫টি মামলা এবং ৭৫টি গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে মিটারে না চলায় ১৭টি সিএনজি অটোরিকশা ও ৪৮৬টি মামলা এবং আইন অমান্য করায় ৫৮টি গাড়ি আটক ও ৭৩৯টি মামলা করা হয়।

জানা গেছে, এর আগেও মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিটিএ)। ওই সময়ে অভিযানে মোট মামলা হয় ১৯শ ২৫টি ও গাড়ি আটক হয় ৭৭টি।

১ টি মন্তব্য
  1. Mohammed Hossain বলেছেন

    Sada bazi hobey,every car must pay then it’s will be legal